চাঁদপুরের ২৫ গ্রামে রোজা শুরু

চাঁদপুরের ৩টি উপজেলার ২৫ টি গ্রামে আজ সোমবার থেকে শুরু হয়েছে আগাম রোজা । এসব গ্রামের লক্ষাধিক মানুষ সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি বছর রোজা, ঈদসহ সকাল প্রকার ধর্মীয় উৎসব পালন করে আসছে । এই আগাম ঈদ ও রোজা উদযাপন এর প্রচলন চালু হয় ১৯২৮ সালে হাজি গঞ্জের সাদ্রা গ্রাম থেকে ।

রোববার রাতে ওই সব গ্রামের মানুষ রাতে সাহরী খায় এবং তারাবি নামাজ আদায় করে । আজ সোমবার থেকে সৌদি আরবসহ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে তারা রোজা উদযাপন শুরু করেছে ।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের সাদ্রা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর সিদ্দিক জানান , সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মাওলানা ঈসহাক খানের অনুসারীরা আগাম রোজা পালন করে আসছে, এবারও শুরু করেছে ।

সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মাওলানা আবু জোফার আব্দুল হাই বলেন, ‘১৯২৮ সাল থেকে শুরু হওয়া আগাম রোজা ও ঈদ উদযাপনকারীদের সংখ্যা এখন ক্রমেই বাড়ছে । এখন শুধু চাঁদপুরের হাজিগঞ্জেই নয়, দেশের বিভিন্ন এলাকায় আরব দেশ সমূহের সাথে সঙ্গতি রেখে আগাম ঈদ ও রোজা উদযাপিত হচ্ছে ।



মন্তব্য চালু নেই