চাঁদাবাজি মামলায় হাজিরা দিতে আদালতে নূর হোসেন

সাত খুন মামলার আসামি নূর হোসেনকে সিদ্ধিরগঞ্জ চাঁদাবাজির মামলায় হাজিরা দিতে আদালতে হাজির করা হয়েছে।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপম আদালতে হাজির করা হয়। এরআগে তাকে কড়া পুলিশি প্রহরায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১২ জুন রিকশাচালক সাইদুল ইসলাম শহীদুল্লাহ ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ এনে সিদ্ধিরগঞ্জ থানায় নূর হোসেন, তার ভাই মিয়া মো. নূর উদ্দিন, ভাতিজা নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহ জালাল বাদল, সহযোগী লোকমান, আল মামুন, হাবিবুর রহমান হাবু, মানিক মাস্টার ও হুমায়ূন কবিরকে আসামি করে মামলা করে। মামলায় পুলিশ সকলকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। এ মামলায় লোকমান ও মিয়া নূরউদ্দিন পলাতক আর অন্যরা জামিনে রয়েছেন।

এর আগে গত ১২ নভেম্বর নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হয়। ১৩ নভেম্বর সাত খুনের দুটি মামলাসহ ১১ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। ওই ১১টি মামলাতেই নূর হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।



মন্তব্য চালু নেই