চাঁদা না পেয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না পেয়ে জয়দেবপুর থানা পুলিশের কনস্টেবল মো. খলিলুর রহমানকে (৫৫) কুপিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার দুপুর ১২টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুরে খলিলুরের মেয়ের বাড়ি যাওয়ার পথে এ হামলার শিকার হন তিনি।

তার স্ত্রী আনোয়ারা বেগম জানান, রাজেন্দ্রপুরে তাদের মেয়ের জামাতা কাজল মিয়ার বাড়ি তৈরিকালে স্থানীয় সন্ত্রাসীরা তার (কাজল) কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দাবির বিষয়টি জানতে দুপুরে মেয়ের বাড়ি যাচ্ছিলেন পুলিশের কনস্টেবল খলিলুর রহমান। কিন্তু মেয়ের বাড়ির কাছাকাছি যেতেই ওই সন্ত্রাসীরা তার পথরোধ করে বলে, ‘আপনার জামাতা কাজলের কাছে ১ লাখ টাকা চাঁদা চেয়েছিলাম। কাজল চাঁদা দিতে পাবেন না বলে জানিয়েছে। আপনিতো তার শ্বশুর, আপনিই টাকাটা দিয়ে দেন।’

একথা বলার পর সন্ত্রাসীদের সঙ্গে খলিলুর রহমানের তর্ক হয়। এক পর্যায়ে সঙ্গে থাকা চাপাতি দিতে খুলিলুর রহমানের বা’হাতে কোপ দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।



মন্তব্য চালু নেই