চাঁদের রোবট বিক্রি হয়ে গেলো ভাঙ্গারির দোকানে

১৯৬৯ সালে মার্কিন মহাকাশচারীরা প্রথম চাঁদে অভিযান চালায়। সে সময় চন্দ্রাভিযানের জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা চাঁদে মহাকাশচারীদের চলাচলের জন্য একটি রোভার প্রটোটাইপ গাড়ি তৈরি করে। এই রোভার প্রটোটাইপটি অ্যান্টিক হিসেবে মহামূল্যবান। কিন্তু সেই রোভারটি অযত্ন অবহেলায় দীর্ঘদিন পরে থাকার পর সেটি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেয়া হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খবর প্রচারকারী নিউজপোর্টাল এনগ্যাজেট জানিয়েছে, অবহেলায় বাতিল লোহা হিসেবে বিক্রি হওয়া ঐ রোভারটি ষাটের দশকে তৈরি। চন্দ্রাভিযানের জন্য সেটি তৈরি করা হয়েছিল।

গাড়িটির মাদারবোর্ড ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের অ্যালবামা ব্যাক ইয়ার্ডে খুঁজে পাওয়া যায়। গাড়িটি ইয়ার্ডে খুঁজে পান একজন ইতিহাসবেত্তা। তিনি রোভারটি সংরক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু তারা যথাযথ সময়ে ব্যাপারটা আমলে না নেয়নি। এদিকে ঐ গাড়িটির মালিক মারা যাবার পর তার সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে দেয়া হয়। স্থানীয় পুরনো লোহা বিক্রেতারা এটি নামমাত্র মূল্যে কিনে নেয়। তারপর তার এটিকে ভেঙ্গেচুরে পুরনো লোহার সঙ্গে বিক্রি করে দেয়া হয়।



মন্তব্য চালু নেই