চাকরী স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ চাকরী স্থায়ীকরণ ও পূণর্বহালের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছে কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা। দাবি আদায়ে সোমবার সকালে শহরের ত্রিমোহণী এলাকায় কুড়িগ্রাম-রাজারহাট সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করে তারা।

পরে অবস্থান ধর্মঘট চলাকালিন বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জার সমিতি কুড়িগ্রাম শাখার সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সোহেল মাসুদ, মোজাহার আলী, নুর আলম প্রমুখ।

বক্তারা জানান, সারাদেশে নিরবিচ্ছিন্নভাবে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা জনগণকে সেবা দিয়ে গেলেও সরকার এখনো তাদের জীবনের নিরাপত্তা বিধান করেননি। এজন্য চাকরী স্থায়ীকরণ ও পুর্ণবহালের দাবিতে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।



মন্তব্য চালু নেই