চাকুরী স্থায়ী করনের দাবীতে কুড়িগ্রামে নকল নবিসদের মানব বন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: চাকুরী স্থায়ী করনের দাবীতে কুড়িগ্রামে নকল নবিসদের (এক্সট্রা মোহরার) মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলা রেজিস্ট্রারের কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে জেলা ও উপজেলায় কর্মরত নকল নবিসরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন কুড়িগ্রাম শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম।

বক্তারা বলেন, অনতি বিলম্বে সারাদেশের সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৫ হাজার নকল নবিসদের চাকুরী স্থায়ীকরন করতে হবে। তানাহলে ১৮ এপ্রিল অর্ধদিবস কলম বিরতী, ২৪ এপ্রিল পুর্ণদিবস কলম বিরতী পালন করা হবে। দাবী আদায় না হলে আগামী ২ মে ঢাকায় মহাসমাবেশের মধ্যদিয়ে দাবী আদায়ের লক্ষে কঠোর কর্মসুচী ঘোষনা করা হবে।



মন্তব্য চালু নেই