চাচীকে ভালোবেসে জেলহাজতে ভাতিজা

ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মেয়ের (চাচী) বাবা নসু পাটোয়ারী বাদী হয়ে ছেলে (ভাতিজা), তার মা ও বন্ধুসহ তিনজনকে আসামি করে চরফ্যাশন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

থানা পুলিশ অপহৃতা ও মামলার এক নম্বর আসামিকে ঢাকার ধানমণ্ডি থানা পুলিশের সহয়তায় উদ্ধার করে সোমবার আদালতে সোপর্দ করেন।

পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিবলী নোমান খান মেয়েকে (চাচী) তার বাবার জিম্মায় দিয়ে ভাতিজা এরশাদকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নসু পাটোয়ারী সাংবাদিকদের জানান, আবদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামের গাজী মেস্ত্রীর ছেলে তছিরের সঙ্গে দুই বছর আগে তার (হাসানগঞ্জ হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়ুয়া) মেয়েকে বিয়ে দেন।

ছয় মাস পর তার জামাতা দুবাই চলে যায়। চাচা বিদেশ থাকার সুযোগে ভাতিজা এরশাদ চাচীকে ভালোবাসার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং চাচীকে নিয়ে রাতের আঁধারে ঢাকায় পালিয়ে যায়।



মন্তব্য চালু নেই