চাটখিলে ৫ কেন্দ্রে ভোট স্থগিত, বিএনপির ২ প্রার্থীর বর্জন

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নের পাঁচটি কেন্দ্রে গোলযোগ ও অনিয়মের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহন চলাকালে স্ব স্ব প্রিজাইডিং অফিসারগণ কেন্দ্র স্থগিতের এ সিদ্ধান্ত নেন। কেন্দ্রগুলো হলো, উপজেলার নোয়াখলা ইউনয়নের শানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ফোরকানিয়া মাদ্রাসা, পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরকোর্ট ইউনয়নের খালিশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচগাঁও ইউনিয়নের বাওর ভিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ও উপজেলার দায়িত্বরত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান ৫ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন ভোটকেন্দ্রে বহিরাগত সন্ত্রাসীদের দখল করে নেয়ার অভিযোগ করে ভোটার ও বিএনপি প্রার্থীর এজন্টরা। অপরদিকে, সকালে রামনারয়নপুর ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী ভুট্টো এবং দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবু ছায়েদ চৌধুরী ভোট বর্জন করেন। দুপুরে চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলন করে কেন্দ্র দখল ও এজেন্টদেরকে মারধরের প্রতিবাদে ৮টি ইউনিয়ন ভোট প্রত্যাখান করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে।



মন্তব্য চালু নেই