চাটমোহরে ওষুধ ব্যবসায়ীকে মারপিট ও টাকা লুটপাটের প্রতিবাদে র্ধমঘট

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে ওষুধ ব্যবসায়ীকে মারপিট ও টাকা লুটপাটের প্রতিবাদে ধর্মঘট করছে ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতি। জানা গেছে, গত বুধবার রাতে হান্ডিয়াল বাজারে মেসার্স রিপন ফার্মেসীতে একই এলাকা পাইকপাড়া গ্রামের মৃত মজিবর ফকির সটকার ছেলে আনোয়ার হোসেন (৩৫) দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে ওষুধ বাকী নিয়ে টাকা পরিশোধ করে না।

পরে মেসার্স রিপন ফার্মেসীর মালিক আবুল হোসেন হাসু ঘটনাদিন রাতে পাওনা টাকা চাইলে আনোয়ার তার ৭/৮ জনের লাঠি সোটা নিয়ে তার ওপর হামলা চালায়।

হামলাকারীদের মারপিটে দোকান মালিক জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা ড্রয়ারে থাকা বিকাস এজেন্টের নগদ আড়াই লক্ষ টাকা, বিকাশে লোড দেয়া ৪টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

হান্ডিয়াল ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি ডাঃ মিজানুর রহমান বলেন, বাজারে মেসার্স রিপন ফার্মেসীতে হামলা, লুটপাটের প্রতিবাদে এর সুষ্ঠ বিচারের দাবীতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই