চারঘাটে এনজিওকর্মীর ৬০ হাজার টাকা ছিনতাই

রাজশাহীর চারঘাটে দিনে দুপুরে ছিনতাইকারীর কবলে পড়েছে নারী এনজিওকর্মী। এসময় তার কাছে থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ওই নারী কর্মী বেসরকারি সংস্থা আশার নন্দনগাছী শাখায় কর্মরত।

সোমবার দুপুরে চারঘাট পল্লি বিদ্যুৎ-নন্দনগাছী সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আশার নন্দনগাছী শাখার ব্যবস্থাপক ফারুক হোসেন জানান, সকালে এনজিওকর্মী পার্বতী রাণী উপজেলার খোদ্দর গোবিন্দপুর গ্রামে ঋণের কিস্তির টাকা আদায় করতে যান। সেখানে কিস্তির প্রায় ৬০ হাজার টাকা আদায় শেষে দুপুর দেড়টার দিকে ভ্যানযোগে নন্দনগাছী শাখা অফিসে ফেরার পথে চারঘাট পল্লি বিদ্যুৎ-নন্দনগাছী এলাকায় পৌঁছলে দুইজন ছিনতাইকারী তাদের ভ্যানের গতিরোধ করে পার্বতীর কাছে থাকা টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়।

এসময় ওই নারী কর্মী চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসার আগেই পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে কেউ থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য চালু নেই