চালক-হেলপারের গলা কেটে চাল লুট!

রংপুরের মাহিগঞ্জে ট্রাকচালক ও তার সহকারীকে গলাকেটে হত্যা করে কয়েকশ বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধারের সময় তাদের হাত-পা সাদা স্কচটেপ দিয়ে বাঁধা ছিল।

বৃহস্পতিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে তাজহাট এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো ট্রাক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ট্রাকচালক কোরাইশ খান ও তার সহকারী রমজান আলী। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

কোরাইশ খানের স্বজনরা জানায়,মঙ্গলবার সার নিয়ে ট্রাকটি (ট্রাক নম্বর চুয়াডাঙ্গা, ট ১১-০৩৩৫) শাহাজাদপুর থেকে দিনাজপুরে যায়। সেখানে সার নামিয়ে দিয়ে পুনরায় ট্রাকে চাল নিয়ে তাদের নগরবাড়িতে আসার কথা।

মঙ্গলবার রাত ১২টার পর তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। অনেক খোঁজার পরে আজ বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর তাজহাট মাহিগঞ্জ এলাকায় ভিআইপি শাহাদত কোল্ড ষ্টোরেজের কাছে সড়কে ট্রাকটি পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা ট্রাকের ভেতরে চালক ও তার সহকারীর লাশ দেখতে পান।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজিজুল হক জানান, কে বা কারা তাদের হত্যা করেছে তা জানা যায়নি।



মন্তব্য চালু নেই