চা বিক্রেতাকে পুড়িয়ে হত্যা: আসামি ‘মাদক ব্যবসায়ীরা’

রাজধানীর শাহ আলী থানার একদল পুলিশ সদস্যের বিরুদ্ধে চা বিক্রেতাকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠলেও মামলা হয়েছে কয়েকজন কথিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এদের মধ্যে পারুল নামে স্থানীয় এক ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করা হয়েছে।

নিহত চা বিক্রেতার পরিবারের সদস্যদের অভিযোগ, বুধবার দিবাগত রাতে ওই ঘটনার পর পরই নিজেদের দায় এড়াতে পুলিশ মামলাটি করতে বাধ্য করেছে তাদের।

ওই মামলায় দায়ী পুলিশ সদস্যদের আসামি করতে চাইলেও শাহ আলী থানা কর্তৃপক্ষ তা নেয়নি বলেও অভিযোগ করেছেন নিহত চা বিক্রেতার পরিবারের সদস্যরা।

তবে মামলায় আসামি না হলেও চাঁদা না পেয়ে চা বিক্রেতাকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে শাহ আলী থানা পুলিশের চারজনকে প্রত্যাহার করা হয়েছে।

ইতিমধ্যে ঘটনা তদন্তে আলাদা দু’টি কমিটি গঠন করেছে পুলিশ। রাজধানীর মিরপুরে আগুনে ঝলসে চা বিক্রেতার মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মাতব্বর মৃত্যুবরণ করেন।



মন্তব্য চালু নেই