চা বিক্রেতার ছেলেকে ভর্তি নিল না স্কুল কর্তৃপক্ষ!

যে দেশের প্রধানমন্ত্রী একসময় চা বিক্রি করতেন, সেই দেশেই চা বিক্রেতার ছেলেকে ভর্তি নিল না স্কুল কর্তৃপক্ষ! এমনই অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশের বাঘপত জেলায়। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে উত্তরপ্রদেশ সরকার।

ওই ছাত্রের বাবার অভিযোগ, বাঘপত জেলার লর্ড মহাবীর অ্যাকাডেমি স্কুলে ছেলেকে ভর্তি করতে নিয়ে যান তিনি। কিন্তু, সেখান থেকে জানিয়ে দেওয়া হয়, কোনও চা বিক্রেতার ছেলেকে স্কুলে রাখতে চান না তাঁরা।

তিনি আরও জানান, যাতে আমার ছেলেকে ভর্তি নেওয়া হয়, তাঁর জন্য অনেক অনুরোধ করি আমি। কিন্তু, আমার কোনও কথাতেই কান দেয়নি স্কুল কর্তৃপক্ষ। ক্ষুব্ধ চা বিক্রেতা বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন বলে জানা গেছে। তবে কীভাবে দেখা করবেন সেই পথ পাচ্ছেন না।

বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন তিনি। বাঘপতের জেলাশাসক এইচ এস তিওয়ারি তাঁর ছেলেকে ভর্তি করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। একইসঙ্গে, চা বিক্রেতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন তিনি।-বিডিপ্রতিদিন



মন্তব্য চালু নেই