‘চিকন’দের মডেল হতে নিষেধাজ্ঞা

নতুন এক বিল অনুমোদনের পর ফ্রান্সে মডেল হিসেবে নিষিদ্ধ হচ্ছে অতিরিক্ত ‘চিকন’ মডেলরা।

নতুন এ আইনের পর থেকে মডেল হতে হলে ডাক্তারদের কাছ থেকে নিতে হবে স্বাস্থ্য সার্টিফিকেট।

আর সার্টিফিকেট ছাড়া কাজ করলে মডেল এবং তাদের চাকরিদাতা দুজনেরই হতে পারে ছয় মাসের জেল কিংবা ৫০ হাজার ইউরো জরিমানা।

দেশটির পার্লামেন্ট মেম্বার এবং ডাক্তার অলিভিয়ার ভেরান বলেন, অপুষ্টি এবং অ্যানোরোক্সিয়ায় ভোগা লোকদের মডেল হিসেবে উপস্থাপনের বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিলটিতে বলা হয়, মডেলদের ব্যবহৃত ডিজিটাল ছবিতে আলো বাড়ানো-কমানো কিংবা গড়নে তারতম্য ঘটানো হলে সেই ছবির ক্ষেত্রে তা উল্লেখ করে দিতে হবে।

এর আগে গত এপ্রিলে অতিরিক্ত ‘চিকন’ মডেলদের ক্যাটওয়াক নিষিদ্ধ করে একটি প্রস্তাব পাস করেছিলেন আইনপ্রণেতারা। এতে বলা হয়েছিল, যাদের শরীরের ওজন নির্দিষ্ট সীমার নীচে থাকবে তাদের মডেল হিসেবে ক্যাটওয়াক করতে দেওয়া হবে না। তবে মডেল এজেন্সিগুলো এর তীব্র প্রতিবাদ জানায়। এবার বিষয়টি ডাক্তারদের উপর ছেড়ে দেওয়া হলো।

‘চিকনদের’ মডেল হিসেবে নিষিদ্ধ করা দেশ ফ্রান্সেই প্রথম নয়। এরআগে ইতালি, স্পেন এবং ইসরায়েলসহ বেশ কয়েকটি দেশ এরই মধ্যে এই আইন করেছে।



মন্তব্য চালু নেই