চিকিৎসার জন্য ঢাকার পথে নায়েক রাজ্জাক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পিলখানায় বিজিবি সদর দফতর হাসপাতালের উদ্দেশে শুক্রবার সকাল ৭টায় তাকে টেকনাফ ৪২ ব্যাটালিয়ন থেকে বিজিবির একটি গাড়িতে করে ঢাকায় পাঠানো হয়।

৪২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানিয়েছেন, নায়েক রাজ্জাককে বিজিবির সদর দফতর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষা করা হবে। এরপর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

তিনি আরও জানান, রাজ্জাকের চিকিৎসা শেষে তার অপহরণের বিষয় নিয়ে বিভাগীয় তদন্ত করা হবে। এরপর তাকে ছুটি দেওয়া হবে। ছুটি শেষে তিনি আবার কাজে যোগ দিবেন।

গত ১৭ জুন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) নাফ নদী থেকে নায়েক আবদুর রাজ্জাককে ধরে নিয়ে যায়। বৃহস্পতিবার মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠক শেষে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে তাকে দেশে নিয়ে আসা হয়।



মন্তব্য চালু নেই