চিকেল ফ্লেভারের নেইলপলিশ, খাওয়াও যাবে

জাঙ্কফুডের এক নম্বর কোম্পানি কেএফসি। এবার নতুন কৌশলে খাবার বিক্রির উদ্যোগ নিয়েছে তারা।

কেএফসি খুব তাড়াতাড়িই গ্রাহকদের জন্যে আনছে খাওয়ার যোগ্য নেইল পলিশ! এর স্বাদও নাকি একেবারে চিকেনের মতোই।

ইতিমধ্যে হংকং এ এই নেইল পলিশ বিক্রি শুরু হয়েছে। দুটি রঙে বাজারে ছেড়েছে কেএফসি। কমলা রঙের নেইল পলিশটির নাম হট অ্যান্ড স্পাইসি এবং ন্যুড শেডটির নাম রাখা হয়েছে অরিজিনাল রেসিপি।

তাদের অনুযায়ী, প্রাকৃতিক উপাদানে তৈরি এই নেইল পলিশ খাওয়ার জন্যে সম্পূর্ণ নিরাপদ।

অবশ্য এই নেইল পলিশ কয়েক মাস ধরে ব্যবহার করা যাবে না। মাত্র পাঁচ দিনের জন্য ফ্রিজে রাখা যাবে।



মন্তব্য চালু নেই