চিটাগংকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রথম ধাপ শেষে আজ থেকে শুরু হয়েছে বন্দর নগরীর পর্ব। চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছিল চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস।

টস হেরে ব্যাট করে চিটাগংকে ১৪৯ চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল ঢাকা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে সাকিবরা।

দলের পক্ষে সর্বচ্চো ৩৫ রান করেন মোসাদ্দেক হোসেন, এছাড়া মেহেদী মারুফ ৩৫, নাসির ২০, সাঙ্গাকারা ১৭, ও সাকিব ১৩ রান করেন। বাকিরা কেউ ই দুই অঙ্কের ঘরে যেতে পারেনি।

এদিকে চিটাগংয়ের পক্ষে মোহাম্মদ নবী ৩ ওভারে ১৮ রান এবং মিলস ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট করে। এছাড়া ইমরান খান নিয়েছেন ১টি।

ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা ডায়নামাইটস। অপরদিকে চিটাগংয়ের অবস্থান পয়েন্ট টেবিলের শেষ দিকে। সাত দলের মধ্যে তাদের অবস্থান ষষ্ঠ।

এখন পর্যন্ত চার ম্যাচে খেলে তিন জয় ও এক হারে সবার ওপরে রয়েছে ঢাকা। আর চিটাগংয়ের বিষয়টা পুরো উল্টো। নিজেদের চার ম্যাচে এক জয়ের বিপরীতে তিনটিতে হেরেছে দলটি।



মন্তব্য চালু নেই