চিনের আকাশে উড়ছে আস্ত ড্রাগন!

আকশে উড়ছে লাল রঙের ড্রাগন। এমনই দৃশ্যই ক্যামেরা বন্দি হল চিনে। আর এই প্রাক ঐতিহাসিক যুগের প্রাণীর ছবি দেখে তাজ্জব সবাই। গত কয়েক দশকেও যাদের অস্তিস্ব ছিল৷ কিন্তু এখন অর্থাৎ এই দশকে যাদের অস্তিত্ব সেইভাবে নেই বললেই চলে৷ অনেকে আবার মনে করে এরা নেই৷

কিন্তু হঠাৎ করেই ক্যামেরায় ধরা পড়ল পৌরাণিক প্রজাতির একটি লাল রঙের ড্রাগন। চীনের ক্যামেরায় যা ধরা পড়েছে৷ যার প্রাক ঐতিহাসিক যুগে গুরুত্ব ছিল বলেই জানা গিয়েছে৷ চীনে যে ভিডিওয় ওই লাল ড্রাগনটি দেখা গিয়েছে তাকে রিয়েল বলেই মনে করা হচ্ছে৷

‘হ্যারি পটার’ ও ‘গেম অফ থোর্ণস’ সিরিজে এই প্রজাতির ড্রাগন দেখা গিয়েছে৷ তবে এক্ষেত্রে ভিডিওতে যে ড্রাগনকে দেখা গিয়েছে, ভিডিওয় মান খারাপ হওয়ার জন্য ড্রাগনটিকে স্পষ্ট করে বোঝাও যাচ্ছে না৷ ফুটেজটিতে চোখে পরে যে মেঘের মধ্যে প্রাণীটি উড়ে যাচ্ছে৷ অনেকে ভিডিওটি দেখে বলছে ওই প্রাণীটি প্রাগঐতিহাসিক টেরোডাকটিল প্রজাতির৷-কলকাতা২৪



মন্তব্য চালু নেই