‘চিন্তা করিনি ৫ উইকেট পাবো’

বল হাতে অভিষেক টেস্টেই আলো ছড়ালেন মেহেদি হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিপক্ষে তুলে নিলেন ৫ উইকেট। মাঠে নামার আগে অবশ্য এটা নিয়ে কোনো চিন্তাই ছিল না ডানহাতি এই অফস্পিনারের। লাইন-লেংথেই ছিল চোখ। বৃহস্পতিবার দিনের খেলা শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমন কথাই বললেন তিনি।

মিরাজ বলছিলেন, ‘অভিষেকেই বোলিংয়ে নেতৃত্ব দেব ভাবিনি। আমার কাছে টিম ম্যানেজমেন্টের আশা ছিল জায়গায় বল করে যাওয়ার। তারা আমাকে ৫ কিংবা ৬ উইকেট পেতে হবে এমন কোন লক্ষ্য ঠিক করে দেয়নি। টিম ম্যানেজম্যান্ট শুধু বলেছে যেন ভালো বল করি।’

অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়ে দিনটা স্মরণীয় করে রাখলেন মিরাজ। কিন্তু নিজের কাছেই এটা বিশ্বাস হচ্ছে না তার। এ নিয়ে মিরাজ বললেন, ‘আমি চিন্তা করিনি ৫ উইকেট পাবো। আশা ছিল জায়গা মতো বল করে যাবো, কিছু উইকেট পাবো। তারপর ব্যাটিংয়ে ৩০ রান করবো। কিন্তু আল্লাহর রহমতে অভিষেকটা আমার স্মরণীয় হয়ে গেল।’

ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে সাফল্যের রহস্যও জানালেন মিরাজ। বললেন, ‘ইংল্যান্ড অনেক ভালো দল। তারা খুব সহজেই খারাপ বল বুঝে যায় এবং শট খেলে। তাই তাদের সবসময় ভালো জায়গায় বল করতে হয়। আমি সেটাই চেষ্টা করেছি।’

টেস্টের দ্বিতীয় দিনেও ধারাবাহিকতা ধরে রাখতে চান মিরাজ। প্রতিপক্ষকে দ্রুত অলআউট করতে চায় তার দল।



মন্তব্য চালু নেই