চিরনিন্দ্রায় ধারাভাষ্যকার টনি কোজিয়ার

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ধারাভাষ্যকার ও সাংবাদিক টনি কোজিয়ার মারা গেছেন। বুধবার শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। ১৯৪০ সালে বার্বাডোজে জন্মগ্রহণ করেন তিনি।

গত ১ মে বার্বাডোজের পত্রিকায় টনি কোজিয়ার শেষ কলামটি ছাপা হয়। ৩ মে তাকে ঘাড় ও পায়ের চিকিৎসার জন্য বার্বাডোজের হাসপাতালে ভর্তি করা হয়। কানাডার অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়ালেখা শেষে ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নিয়ে লেখালেখি ও ধারাভাষ্য দেওয়া শুরু করেন টনি কোজিয়ার। বিবিসি, চ্যানেল নাইন ও স্কাই চ্যানেলে ধারাভাষ্য দিয়েছেন তিনি।

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ২০১১ সালে তাকে সম্মানজনক আজীবন সদস্য পদ প্রদান করে। ২০০৩ সালে উইজডেন জানায় টনি কোজিয়ার ২৬৬টি টেস্ট ম্যাচ কভার করেছেন। ১৯৭০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বার্ষিক প্রতিবেদনের সম্পাদনা করেছেন তিনি।

টনি কোজিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শোকবার্তায় আইসিসি জানায়, ‘কোজিয়ার ছিলেন ক্রিকেটের অন্যতম সেরা ধারাভাষ্যকার। তার বিদায় ক্রিকেট বিশ্বের জন্য বিরাট ক্ষতি।’



মন্তব্য চালু নেই