চিরবিদায় বলুন অবাঞ্ছিত লোমকে দারুণ ২টি উপায়ে

অবাঞ্ছিত লোমের সমস্যায় নারী পুরুষ উভয়ই ভুগে থাকেন। সাধারণত ঠোঁটের উপর, কপাল অথবা গালে অবাঞ্ছিত লোম দেখা দেয়। এটি আপনার সৌন্দর্য হ্রাস করার সাথে সাথে আপনার ব্যক্তিত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
এই অবাঞ্ছিত লোমের কারণে অনেককে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিভিন্ন বিউটি টিট্রমেন্ট রয়েছে যা ত্বকের অবাঞ্ছিত লোম দূর করে দেয়। কিন্তু এই টিট্রমেন্টগুলো যেমন কষ্টদায়ক তেমনি পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত। অধিকাংশ ক্ষেত্রে এই টিট্রমেন্টগুলো সাময়িকভাবে লোম দূর করে থাকে। স্থায়ী সমাধান পাওয়া লক্ষ্যে অনেক লেজার ট্রিটমেন্টের শরণাপন্ন হয়ে থাকেন। তবে ব্যয়বহুল এই ট্রিটমেন্টটি সবাই করতে পারেন না। এই ট্রিটমেন্টে ছাড়াও ঘরোয়া দুটি উপায়ে চিরবিদায় বলে দিতে পারেন এই অবাঞ্ছিত লোমকে। আসুন তাহলে জেনে নেওয়া যাক জাদুকরী দুটি ঘরোয়া উপায়।

১। বেসনের প্যাক

যা যা লাগবে:
বেসন
চন্দনের গুঁড়ো
দুধের সর
সরিষা তেল
গোলাপ জল
হলুদ গুঁড়ো

যেভাবে তৈরি করবেন:
দুই টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ দুধের সর, দুই টেবিল চামচ চন্দন, এক টেবিল চামচ সরিষা তেল, এক টেবিল চামচ গোলাপ জল এবং এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিন। ত্বকের যেসব স্থানে অবাঞ্ছিত লোম রয়েছে, সেখানে এই প্যাকটি ম্যাসাজ করে লাগিয়ে নিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে কয়েকবার করুন।

২। মসুর ডালের প্যাক

যা যা লাগবে:
মসুর ডাল
মুলতানি মাটি
চন্দন গুঁড়ো
বিশুদ্ধ মধু

যেভাবে তৈরি করবেন:
আধা কাপ মসুরির ডাল বেটে গুঁড়ো করে নিন। এবার দুই টেবিল চামচ মসুরির ডাল গুঁড়ো, এক টেবিল চামচ মুলতানি মাটি, এক চা চামচ চন্দনের গুঁড়ো, দুই টেবিল চামচ বিশুদ্ধ মধু ভাল করে মিশিয়ে নিন। এবার পেস্টটি ম্যাসাজ করে ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন।

টিপস:
– মসুরি ডাল মিহি করে গুঁড়ো করার জন্য সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন।
– পরবর্তিতে ব্যবহারের জন্য এটি একটি এয়ার টাইট কনটেইনার জারে সংরক্ষণ করতে পারেন।



মন্তব্য চালু নেই