চিরিরবন্দরে নতুন ভোটার ১০ হাজার ১১২ জন

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর): দিনাজপুরের চিরিরবন্দরে নতুন ভোটার বেড়েছে ১০ হাজার ১১২ জন। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ৯৮৩ জন মহিলা ৫ হাজার ১৬৯ জন।

উপজেলা নির্বাচন অফিস সূএে জানা গেছে, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ২ লক্ষ ১৫১ জনের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৯৪ জন মহিলা ভোটার ৯৯ হাজার ৬৫৭ জন ছিল। ২০১৫ সালে নতুন ভোটার তালিকা শুরু হলে উপজেলায় ১০ হাজার ১১২ ভোটার বৃদ্ধি হয় । নতুন নিবন্ধিত সহ বর্তমানে উপজেলায় ১২ ইউনিয়নে মোট ভোটার ২ লক্ষ ১০ হাজার ২৬৩ জন তার মধ্যে পুরুষ ১লক্ষ ৫ হাজার ৪৩৭ জন ও মহিলা ১ লক্ষ ৫ হাজার ২৬ জন ভোটারের সংখ্যা বৃদ্ধিও কারনে নির্ধারিত ১০৯ কেন্দ্রের বেশী অতিরিক্ত কেন্দ্র করার ব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানু জানান বিষায়টি উর্দ্ধতন কৃর্তপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে কমবেশী হতে পারে । তবে ভোটারের সুবিধার্থে বুর্থের সংখ্যা বাড়বে।



মন্তব্য চালু নেই