চিরিরবন্দরে ২ বালু বোঝাই ট্রাক্টরের ১ লক্ষ টাকা জরিমানা

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ভূমি অফিসের আওতাধীন কাঁকড়া নদীর শাখা বেলান নদী হতে মঙ্গলবার বিকালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ এর ১৫ ধারায় বালু বোঝাই ২ ট্রাক্টররের মালিককে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আটক হেলপার বৈকন্ঠপুর গ্রামের ফরিদুল (২২) ও আমিন আলী (২১)কে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে বৈকন্ঠপুর গ্রামের ট্রাক্টর মালিক ইমরান আলী ও হবিবর রহমান বৈকন্ঠপুর দাড়িয়াপাড়া জামে মসজিদে ট্রাক্টর প্রতি ৬০ টাকা হারে জমা দিয়ে ওই নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।



মন্তব্য চালু নেই