চিলিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

চিলির মধ্যাঞ্চলীয় উপকূলের অদূরে মঙ্গলবার রাতে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিক কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উপকূলের কাছে কোকুইম্বো থেকে প্রায় ৯৩ কিলোমিটার (৫৭মাইল) উত্তর-পশ্চিমে। ইউএসজিএস প্রাথমিকভাবে এই ভূমিকম্পের মাত্রা ৬.৬ বলে জানিয়েছিল।

এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, এই ভূমিকম্পের প্রভাবে কোন সুনামির আশঙ্কা নেই।

এর আগে গত সেপ্টেম্বরে ওই একই এলাকায় ৮.৩ মাত্রার ভূমিকম্পে ১৫ জন প্রাণ হারিয়েছিল। গৃহহীন হয়েছিল আরো ১৬ হাজারের বেশি মানুষ।

২০১০ সালের ফেব্রুয়ারিতে চিলির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা পাঁচ শতাধিক।



মন্তব্য চালু নেই