চিড়িয়াখানায় গণ্ডারের জন্মদিন পালন

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো চিড়িয়াখানা কর্তৃপক্ষ সম্প্রতি একটি গণ্ডারের ৪৫তম জন্মদিন পালন করেছে। গণ্ডারটি তাদের চিড়িয়াখানার সবচেয়ে পুরোনো পশু। যব ও গুড় দিয়ে বানানো বিশেষ একটি কেক দিয়ে তার জন্মদিন পালন করা হয়।

জঙ্গলে জন্ম নেয়ায় এলির প্রকৃত জন্মদিন কেউ জানে না। তবে ১৯৭৪ সালের এপ্রিল থেকে এলি এই চিড়িখানায় আছে।

চিড়িয়াখানার মুখপাত্র ন্যান্সি হেইডেন ক্রাউলি জানায়, শুক্রবার যব ও গুড় দিয়ে তৈরি একটি মজাদার কেক তৈরি করে এলির জন্মদিন পালন করা হয়।

চিড়িখানার তত্ত্বাবধায়ক জিম নাপ্পি বলেন, এলি এখন পর্যন্ত ১৪টি বাচ্চা দিয়েছে। গণ্ডার প্রজাতিটি বর্তমানে বিপন্ন প্রাণির মধ্যে রয়েছে। ১৯৬০ সালের দিকে আফ্রিকাতে দুই লাখ গণ্ডার ছিল। গণ্ডারের শিং খুব মূল্যবান। তাই চোরা শিকারিরা গণ্ডার হত্যা করে শিং সংগ্রহ করে। তাদের আক্রমণের কারণে বর্তমানে গণ্ডারের সংখ্যা কমে তিন থেকে পাঁচ হাজারে দাঁড়িয়েছে।



মন্তব্য চালু নেই