চিড়িয়াখানায় হাতির ছুঁড়ে মারা পাথরে শিশুর মৃত্যু

চিড়িয়াখানায় হাতির ছুঁড়ে মারা পাথরের আঘাতে ৭ বছর বয়সী মরক্কোর এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। রাজধানী রাবাতের ঐ চিড়িয়াখানার ম্যানেজার ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি দেন।

পাথরের আঘাতে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার কয়েক ঘণ্টা পরে মেয়েটি মারা যায়। চিড়িয়াখানার অন্যান্য দর্শনার্থীদের কারো একজনের করা একটি ভিডিওতে দেখা যায়, পাথরের আঘাতে মেয়েটির মাথা ফেটে গিয়ে প্রবল রক্তপাত হয়, এসময় মানুষজন তাকে ঘিরে ছিল।

চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, একটি স্ত্রী হাতির ছুড়ে মারা পাথর গিয়ে সজোরে আঘাত করে মেয়েটির শরীরে। মেয়েটি অন্যান্য দর্শনার্থীদের মতোই পরিবারের সাথে ঘুরে বেড়াচ্ছিল। হাতির খাঁচার সামনে এসে চেষ্টা করছিল ছবি তোলার জন্য। এমন সময় ঘটনাটি ঘটে।

মরক্কোর সর্ববৃহৎ চিড়িয়াখানা হচ্ছে এই রাবাত চিড়িয়াখানা। বিশ্বের বেশ কিছু বিলুপ্ত প্রায় প্রজাতির প্রাণী ঠাই পেয়েছে এখানে। ২০১২ সালে চালু হওয়ার পর এটাই প্রথম দুর্ঘটনা ঘটলো।



মন্তব্য চালু নেই