‘চীনকে ক্ষেপণাস্ত্র দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের বেশ কিছু ই-মেইল ফাঁস করেছে বিশ্বের বিভিন্ন দেশের গোপন নথি ফাঁসকারী জুলিয়ান অ্যাসাঞ্জের ওয়েবসাইট উইকিলিকস। নতুন এসব ই-মেইলে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি ফাঁস করা ই-মেইলে বলা হয়েছে, হিলারি বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিতে সহায়তা বন্ধ না করলে চীনকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে যুক্তরাষ্ট্র ঘিরে ফেলবে। শুধু তাই নয়, চীনকে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় মিত্র রাষ্ট্র হিসেবেও উল্লেখ করেছেন হিলারি।

হিলারি আরো বলেছেন, পিয়ংইয়ং উসকানিমূলকভাবে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ডেমোক্র্যাট দলীয় এই প্রেসিডেন্ট প্রার্থী কার কাছে এসব ই-মেইল পাঠিয়েছিলেন তা পরিষ্কার নয়।

২০১৩ সালে হিলারি ই-মেইলে এসব কথা বলেছিলেন বলে দাবি করেছে উইকিলিকস।



মন্তব্য চালু নেই