চীনা অ্যাপে ১০০ কোটি ডলার বিনিয়োগ অ্যাপলের

গাড়ি ডাকার অ্যাপ দিদি চুক্সিং’য়ে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিদ্বন্দ্বী মার্কিন অ্যাপ উইবারের চেয়ে চীনে চুক্সিং’য়ের মার্কেট শেয়ার অনেক বেশি। এই খবরের সত্যতা নিশ্চিত করে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, এই উদ্যোগ চীনের বাজার বুঝতে তাদেরকে সাহায্য করবে।

দিদি চুক্সিং আগে দিদি কুয়াইদি নামে পরিচিত ছিলো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এককভাবে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের বিনিয়োগ পেয়েছে তারা।

দিদি চুক্সিং মূলত চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট ও আলিবাবার সহযোগিতায় গড়ে উঠা একটি প্রতিষ্ঠান। স্থানীয় বাজারে নিজেদের দখলে ৮৭ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে বলে দাবি এই প্রতিষ্ঠানের।

বিনিয়োগকারী হিসেবে সার্চ জায়ান্ট বাইদুকে পেয়েও চীনের বাজারে সুবিধা করে উঠতে পারছে না উইবার। ফেব্রুয়ারিতে দেয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, এক বছরে চীনের বাজারে ১০০ কোটি ডলার লোকসান গুণেছে তারা।

সূত্র- বিবিসি।



মন্তব্য চালু নেই