চীনে চালু হচ্ছে প্রথম সাইবার নিরাপত্তা সংস্থা

সাধারণ মানুষকে সাইবার নিরাপত্তা দান ও বিভিন্ন ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের ক্ষেত্রে পথ প্রদর্শনের লক্ষ্যে প্রথম বারের মতো চীনে চালু হতে যাচ্ছে সাইবার নিরাপত্তা সংস্থা। সূত্র- বিজনেস স্ট্যান্ডার্ড ও টাইমস অফ ইন্ডিয়া।

শুক্রবার বেইজিংয়ে ‘দ্য সাইবার সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ চায়না’ নামের এই সাইবার নিরাপত্তা সংস্থাটি চালু করা হয়। দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তিবর্গ আর টেনসেন্ট, কিউহু ৩৬০ ও গ্লোবাল টাইমস-এর মতো বিভিন্ন জনপ্রিয় ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠানকে নিয়ে এই সংস্থা গঠন করা হয়েছে।

এ ব্যাপারে চায়না অ্যাডমিনস্ট্রেশন অফ সাইবারস্পেস-এর উপ পরিচালক ওয়াং শিউজু জানান, এই সংস্থা দেশের ইন্টারনেট নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করবে এবং চীনের ইন্টারনেট শক্তিকে আরও বেশি দৃঢ় করে তুলবে। চলতি বছরের শুরুতে সাইবার নিরাপত্তার জন্য প্রথম বিশেষ তহবিলের ব্যবস্থা করে চীন সরকার। জাতীয় ইন্টারনেট ক্ষমতাকে আরও শক্তিশালী করতে এ তহবিলে প্রাথমিক মূলধন হিসেবে ৩০কোটি ইউয়ান প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই