চীনে ৩৩ ভবন ধসে নিখোঁজ ৯১

চীনের দক্ষিণাঞ্চলে ভূমিধসের ঘটনায় একটি ইন্ড্রাস্টিয়াল পার্কের ৩৩টি ভবন ভেঙ্গে পড়েছে। এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ৯১ জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসি ও সিএনএনের।

গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরে গত রবিবার সকালে ওই ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসের ফলে সৃষ্ট ভবনধসে আটকা পড়া লোকদের মধ্য থেকে এ পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখনও ৫৯ পুরুষ ও ৩২ নারী নিখোঁজ রয়েছেন।

ভূমিধসের খবর পাওয়ার পরপরই চীনের অন্যতম বৃহৎ ইন্ড্রাস্ট্রিয়াল এলাকাটি থেকে প্রায় ৯০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

আটকা পড়া লোকদের উদ্ধারে কাজ চালাচ্ছে ১১টি উদ্ধারকারী দল। এ ছাড়া পুলিশ ও স্বেচ্ছাসেবীরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। মোট ৭০০ লোক আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।

উদ্ধার অভিযান ত্বরাণ্বিত করতে চারটি ড্রোন ও ৩০টি প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে। ঘটনাস্থলে একটি উদ্ধার অভিযান কমান্ড সেন্টার ও তিনটি চিকিৎসা শিবির স্থাপন করা হয়েছে।



মন্তব্য চালু নেই