চীন প্রতিশ্রুতি বাস্তবায়নে খুবই তৎপর : আশরাফ

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘পশ্চিমা বিশ্ব প্রতিশ্রুতি দেয় বেশি কিন্তু বাস্তবায়নে কম। তবে চীন প্রতিশ্রুতি বাস্তবায়নে খুবই তৎপর। চীন কোনো সময়েই ফাঁকি দেয় না।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিদায় জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

সৈয়দ আশরাফ বলেন, ‘চীন কত টাকা, কত চাল ও কত ডাল দিল এটা নিয়ে খোঁচাখুঁচি করতে পারেন। কিন্তু মূল বিষয়টা হলো কানেকটিভিটি। চীন আমাদের সঙ্গে আছে এটাই একটি পরিপূর্ণ বিষয়।’

দেশের উন্নয়নে চীনের পাশাপাশি ভারতের সঙ্গেও সম্পর্ক রাখার কথা উল্লেখ করে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘আমাদের সবার সঙ্গেই সম্পর্ক রাখতে হবে। একা আমাদের পক্ষে কোনো কিছুই সম্ভব না। বর্তমান বিশ্বে চীন এখন সুপার পাওয়ার এটা আমাদের মেনে নিতে হবে। আমরা এখন পর্যন্ত যা দেখছি তা থেকে বুঝা যায় চীন একটি গঠনমূলক দেশ। এখানে চীনকে নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।’

কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতার ক্ষেত্রগুলো সম্পর্কে জানতে চাইলে আশরাফ বলেন, ‘রাজনৈতিক, অর্থনৈতিক, শিল্প-সাহিত্য, নিরাপত্তা, সব কিছু জড়িত। শুধু ব্যবসা-বাণিজ্য নয়; চীনের সঙ্গে আমাদের অনেক কিছু আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের এ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষা। এটা আমাদের অগ্রাধিকার।’

চীনের প্রেসিডেন্টের সফর বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে— এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা এক সিস্টেমে চলে, আমরা এক সিস্টেমে চলি। আমরাও তাদের সিস্টেম নিয়ে সমালোচনা করি না। তারাও আমাদের সিস্টেম নিয়ে সমালোচনা করে না।’



মন্তব্য চালু নেই