চুরি যাওয়া অর্থ ফেরাতে কেন নির্দেশ নয়, হাইকোর্টের রুল

বাংলাদেশ ব্যাংকের চুরি হয়ে যাওয়া রিজার্ভের অর্থ ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আগামী চার সপ্তাহের মধ্যে অর্থসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।



মন্তব্য চালু নেই