চুরি হওয়া স্মার্টফোন ব্যবহৃত হবে না

চুরি যাওয়া স্মার্টফোন বিশ্বের কোথাও ব্যবহার করা যাবে না- এমন একটি সফটওয়্যার বাজারে এসেছে।

ওরাকল বাজারে এনেছে আইডেন্টিটি রেজিস্টার সফটওয়্যার ‘কমিউনিকেশন ঈগল’। স্মার্টফোন চুরি রোধে আইএমইআই কোড ব্লক করে দেওয়ার মাধ্যমে এ পদ্ধতিটি বিশ্বব্যাপী কাজ করবে।

এই সফটওয়্যার ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের স্মার্টফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) কোড সহজেই কেন্দ্রীয় রেজিস্টারে কালো তালিকায় ফেলতে পারবে।

ওই কালো তালিকাভুক্ত স্মার্টফোন আর কোনো নেটওয়ার্কেই সমর্থন করবে না। ফলে স্মার্টফোন চুরির প্রবণতাও কমবে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান।

ওরাকল কর্তৃপক্ষ জানায়, সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা সিআইইআরতে বিশ্বের সব কালো তালিকাভুক্ত মোবাইল বা ইলেকট্রনিকস ডিভাইসগুলো রেজিস্ট্রার করা থাকে। এই কেন্দ্রীয় রেজিস্টার আন্তর্জাতিক জিএসএমএ কর্তৃক পরিচালিত হয়।

কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার (সিএসপি) প্রতিষ্ঠানগুলো সহজেই এ কেন্দ্রীয় ডেটাবেজে তাদের গ্রাহকদের তথ্য সংযুক্ত করতে পারবে ওরাকলের নতুন এই সফটওয়্যারের মাধ্যমে।



মন্তব্য চালু নেই