চুল পড়া রোধ করতে যা করবেন

বিভিন্ন কারণেই চুল পড়ে যেতে পারে। চুল পড়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অতিরিক্ত চুল পড়লে এবং নতুন চুল না গজালে চুলের ঘনত্ব কমতে থাকে। আর তখন তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। চুল কেন পড়ছে সেই দুশ্চিন্তায় চুল পড়ার পরিমাণ আরো বেড়ে যেতে পারে! তাই চলুন জেনে নিই এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি অতিরিক্ত চলু পড়া দূর করতে পারবেন খুব দ্রুত-

যা করতে হবে
দেড় কাপ আলুর রস, ১ চা চামচ মধু, সামান্য পানি, ১ টি ডিমের কুসুম নিয়ে একটি বাটিতে নিয়ে ভালো করে মিশিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করে ফেলুন।

এবার চুল একটু ভিজিয়ে নিয়ে এই প্যাকটি পুরো চুলে লাগান, বিশেষ করে মাথার ত্বকে, চুলের গোঁড়ায়। এরপর ৩০ মিনিট এভাবেই রাখুন।

৩০ মিনিট পর চুল খুব ভালো করে ধুয়ে নিন এবং ফ্যানের বাতাসে চুল শুকান। সপ্তাহে মাত্র ১ দিন ব্যবহার করুন। কয়েক মাসের মধ্যেই চুল পড়া একেবারেই বন্ধ হয়ে যাবে।

কার্যকারণ
আলুতে রয়েছে ভিটামিন এ, বি ও সি এবং ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন এবং ফসফরাস যা চুলের বৃদ্ধি করে এবং চুলের অতিরিক্ত রুক্ষতা যার কারণে চুল পড়ে এবং ভেঙে যায় তা প্রতিরোধে সহায়তা করে থাকে।

মধু এবং ডিমের কুসুম চুলের কোলাজেন টিস্যুর সুরক্ষায় কাজ করে যার ফলে চুলের অকালপক্বতা এবং ঝরে পড়া প্রতিরোধ করে।



মন্তব্য চালু নেই