চুয়াডাঙ্গায়‘ সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শামীম রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ‘ সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন আজ সোমবার স্থানীয় শ্রীমন্ত টাউন হলে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মশালার আয়োজন করে। এতে মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকসহ ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন।

ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত পরিচালক মু. হারুনুর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার রশীদুল হাসান,জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও বিশিষ্ট আলোচক মাওলানা রুহুল আমিন সিরাজী।

বক্তারা বলেন,ইসলাম শান্তির ধর্ম। যারা দেশে জঙ্গী তৎপরতা চালাচ্ছে ,তারা ইসলামের নামে লেবাসধারী। জঙ্গীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।



মন্তব্য চালু নেই