চুয়াডাঙ্গা কার্পসডাঙ্গায় লাঠি ও বাঁশি দিলো পুলিশ!

শামীম রেজা, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : ‘হিন্দু মুসলিম ভাই ভাই, জাতিগত বিভেদ নাই স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার খ্রিষ্টান মিশনারীতে আজ বুধবার বিকেলে গ্রাম প্রতিরক্ষাদলের সদস্যদের হাতে লাঠি ও বাঁশি তুলে দেন পুলিশ সুপার মো. রশীদুল হাসান।

এ উপলক্ষে কার্পাসডাঙ্গা মিশনারী কমিটির সভাপতি ফাদার মিঠু মল্লিকের সভাপতিত্বে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. রশীদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ মো. সুপার ছুফি উল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন ও দামুড়হুদার থানার সেকেন্ড অফিসার কবির হোসেন ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘যারা বেছে বেছে মানুষ খুন করছে তারা কাপুরুষ। এই কাপুরুষদের টার্গেট কিলিং ঠেকাতে আপনাদেরও এগিয়ে আসতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। জেলার বিপুল মানুষের জন্য ৯০০ পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই সম্মিলিতভাবে কাজ করতে হবে। আপনার এলাকায় অপরিচিত লোক এলে তাঁকে জিজ্ঞেস করুন। সন্তোষজনক উত্তর না পেলে তাৎক্ষণিক পুলিশকে খবর দিন।’



মন্তব্য চালু নেই