চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারতীয় মোটর সাইকেল উদ্ধার

Chuadanga BGB Indian Motorbyck Recovery Picture 10.06.2016.শামীম রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা-৬ বিজিবি সদস্যরা আজ শুক্রবার ভোরে অবৈধভাবে আনা চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী বাংলাদেশের মুন্সীপুর গ্রাম থেকে ভারতীয় একটি ১০০ সিসি ইয়ামাহা মোটর সাইকেল উদ্ধার করেছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, গোপনে খবর পেয়ে বিজিবি হাবিলদার আব্দুর রশিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এদিন ভোররাতে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মুন্সীপুর জামতলা মাঠে অবস্থান নেয়।

এ সময় মোটর সাইকেল চালিয়ে ভারত-বাংলাদেশ জিরো পয়েন্ট পেরিয়ে একজন বাংলাদেশী মুন্সীপুর গ্রামের জামতলা মাঠের দিকে আসতে থাকে।

এমতবস্থায় মাঠের মধ্যে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চালক ভয়ে মোটর সাইকেলটি ফেলে রেখে দৌঁড়ে ভারতীয় সীমানার মধ্যে ঢুকে পড়ে। এ সময় অবৈধভাবে আনা ভারতীয় মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। যার বাংলাদেশী টাকায় এক লাখ টাকা।



মন্তব্য চালু নেই