চুয়েটে স্নাতকের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে নয় দফা দাবি আদায়ে আন্দোলনের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষা কার্যক্রমের একাংশ বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিকাল ৩টার ভেতর ছাত্রদের এবং শুক্রবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জরুরি সভায় চুয়েট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। সভায় উপাচার্য, উপ-উপাচার্য, সব ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

চুয়েটের রেজিস্ট্রার প্রফেসর ড. ফারুক-উজ-জামান জানান, আন্ডার গ্র্যাজুয়েট বা স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে।



মন্তব্য চালু নেই