চূড়ান্ত রায়ের কপি ট্রাইব্যুনালে

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের চূড়ান্ত রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছেছে।

বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আপিল বিভাগের সহকারী রেজিস্টার মো. আবু তাহের ভূঁইয়ার নেতৃত্বে ৪/৫ সদস্যের একটি দল রায়ের কপি নিয়ে ট্রাইব্যুনালে যান বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়।

তবে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ সময় উপস্থিত না থাকায় তার পক্ষে তার ব্যক্তিগত সহকারী জহিরুল ইসলাম জাহিদ রায়ের কপি গ্রহণ করেন।

রায়ের কপি গ্রহণের পর নিয়ম অনুসারে তা বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এর বিচারপতিদের কাছে উপস্থিত করা হবে বলেও সূত্রটি জানান।

এর আগে দুপুরে মুজাহিদের ১৯১ পৃষ্ঠার এবং সাকা চৌধুরীর ২১৭ পৃষ্ঠার এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি এস কে সিনহাসহ আপিল মামলার রায় প্রদানকারী চার বিচারপতি। অন্য বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।



মন্তব্য চালু নেই