চেষ্টা ছিল যেন মৃত্যুদণ্ড বহাল থাকে

মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের অন্যতম প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

বুধবার সকালে রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তাতে যেন তার কনভিকশন হয়। আমাদের প্রত্যাশা ছিল মৃত্যুদণ্ড যেন বহাল থাকে। সর্বোচ্চ আদালতে সেটা বহাল থাকায় আমরা সন্তোষ প্রকাশ করছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে এই রায়ের মধ্য দিয়ে তা দূরীভূত হয়েছে। আর যে মেঘ রয়েছে আগামী দিনে তা কেটে যাবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৬ জুলাই দৈনিক জনকণ্ঠে প্রকাশিত রিপোর্ট সম্পর্কে ব্যাখ্যা চাইতে পত্রিকাটির সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদের বিরুদ্ধে আদালত রুল জারি করেছেন।’



মন্তব্য চালু নেই