চোখের নিচের কালো দাগ দূর করতে ব্যবহার করুন কফি

কফি শরীরকে চাঙ্গা করার পাশাপাশি ত্বককেও চাঙ্গা করে! এতে যে ক্যাফেইন উপাদান রয়েছে, সেটি ত্বকের জন্য বেশ কার্যকর। এটি চোখের নিচের কালো দাগ দূর করে এবং রুক্ষতা দূর করে ত্বককে উজ্জ্বল করে।

কফি ত্বকের জন্য কতটা কার্যকর তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

১। চোখের নিচের কালো দাগ দূর করে
চোখের নিচের কালো দাগ ও ফোলাভাব দূর করতে কফি খুবই উপকারী। এক চা চামচ কফির সঙ্গে পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার চোখের চারপাশে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকাভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার ক্রিম লাগান। এভাবে নিয়মিত ঘুমের আগে কফি ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ ও ফোলাভাব দুটোই দূর হবে।

২। স্ক্রাবারের কাজ করে
ত্বকে স্ক্রাবারের কাজ করে কফি। অলিভ অয়েলের সঙ্গে সামান্য কফি মিশিয়ে পুরো মুখে হালকাভাবে ম্যাসাজ করুন। এতে মুখের মরা কোষ দূর হয়ে ত্বক হবে নরম ও মসৃণ।

৩। অতিরিক্ত তেল ও ব্লাকহেডস দূর করে
কফি তেল বা পানির সঙ্গে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। ম্যাসাজের সময় নাকের ওপর ভালোভাবে ঘষুন। এতে ব্লাকহেডস দূর হবে এবং ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাবও দূর হবে।

৪। ত্বক উজ্জ্বল
নিয়মিত কফি দিয়ে তৈরি প্যাক ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল ও দাগহীন। এ ছাড়া ম্যাসাজ করার কারণে ত্বকে রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং এটি ত্বকের লাবণ্যতা ধরে রাখে।



মন্তব্য চালু নেই