চোখ ধাঁধানো শিল্পে পৃথিবীর ৩৩টি অসাধারন সুইমিং পুল দেখুন ছবিতে

পর্যটন শিল্পে বিভিন্ন হেটেলের বাহারি সুইমিং পুল পর্যটকদের কাছে এক অন্যরকম আকর্ষণ। পর্যটন এলাকার নান্দনিক দৃশ্য উপভোগের পাশাপাশি সুইমিং পুলও পর্যটকের আনন্দে যোগ করতে পারে বাড়তি মাত্রা। বিশ্বজুড়ে বিভিন্ন হোটেলে আছে কিছু অনিন্দ্যসুন্দর সু্ইমিং পুল। বিশ্বের গভীরতম পুল থেকে শুরু করে দীর্ঘকায় পুলগুলো নিয়ে তৈরি করা এই তালিকাটি আপনাকে এই পুল শিল্প সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা দেবে। ছবিতে দেখে নেয়া যাক সেরকম কিছু সুইমিং পুল-

980x

১. স্পেনের হোটেল হাসিয়ান্ডা না জামিনার এই পুলটি যেন একটি জলপ্রপাত।


980x1

২. সীমাহীন এই পুলটি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস রিসোর্টে অবস্থিত।


980x2

৩. এই মনোমুগ্ধকর পুলটি ইন্দোনেশিয়ার বালি উপদ্বীপের বেলমন্ড জিম্বারান পুরি রিসোর্টের।


980x3

৪. ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত হোটেল উবুদের এই পুলটি একটি ঝুলন্ত বাগানের অংশ।


980x4

৫. বেলজিয়ামের নেমো৩৩ পুলটি বিশ্বের সবচেয়ে গভীর পুল। পুলটি ১১৩ ফুট গভীর।


980x5

 

৬. তিব্বতের রাজধানী লাসা শহরের সেন্ট রেজিসের এই অভুতপূর্ব হোটেলটি নাম গোল্ড এনার্জি পুল।


980x6

৭. চোঙ্গয়া রিভার হাউজ- জাম্বিয়া, আফ্রিকা।


980x7

৮. ভেলাস্সারু রিসোর্ট- মালদ্বীপ


pool

৯. সান আলফনসো দেল মার সি ওয়াটার নামের এই পুলটি চিলির আলগারাব্বো শহরে অবিস্থত। পুলটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পুল।


980x77

১০. গোল্ডেন নাগেট- লাস ভেগাস, নেভাদা


980x22

১১. নেপচুন পুল- ক্যালিফোর্নিয়া


980x11

১২. এটি থাইল্যান্ডের কো সামইয়ের লাইব্রেরি পুল। লাল দেখে অনেকেই ভাবতে পারেন পুলটি বোধহয় রক্ত দিয়ে পূর্ণ। কিন্তু না পুলটির নিচের টাইলসগুলো লাল রঙের বলেই এর এই রূপ।


980x34

১৩. এই অসাধারণ পুলটি সুইজারল্যান্ডে অবস্থিত।


980x43

১৪. নন্দনা ভিলাস- বাহমাস


980x221

১৫. ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের স্টান্ডার্ড হোটেলের ছাদে অবস্থিত এই পুলটি অনেক ঘরোয়া।


980x12

১৬. এই পুলটি তানজানিয়ার তারাঙ্গিরে ন্যাশনাল পার্কে অবস্থিত। পুলটিতে সাঁতার কাটার সময় পাশে হাতি ও হরিণকে বিচরণ করতে দেখা যায়।


980x112

১৭. স্কাই হোটেল- সাও পাওলো, ব্রাজিল।


980x45

১৮. আলিলা উলুওয়াতু হোটেল- বালি, ইন্দোনেশিয়া।


980x67

১৯. রিথি রাহ ওয়ান অ্যান্ড ওয়ানলি রিসোর্ট- মালদ্বীপ।


980x21

২০. এই অনিন্দ্যসুন্দর পুলটি ভারতের উদয়পুরের পিখোলা হৃদের বিপরীতে অবস্থিত। পুলটি হোটেল ওবেরয় উদয়বিলাসের অংশ।


980x8

২১. হোটেল কারুসো- ইতালি।


980x86

২২. জুমেরাহ দেবানাফুসি রিসোর্ট- মালদ্বীপ


980x65

২৩. কাটিকিস- সান্তোরিনি, গ্রীস।


980x32

২৪. সেন্ট লুসিয়ার হোটেল চকোলেটের সুইমিং পুল।


980x114

২৫. গ্রিসের থাস্সোসের এই পুলটি প্রকৃতি প্রদত্ত। আসলে এটি একটি উপহৃদ।


980x55

২৬. অস্ট্রেলিয়ার হ্যামিল্টন দ্বীপের কোয়েলিয়া হোটেলের এই পুলটি যে সুন্দর তা আলাদা করে না বললেও চলবে।


980x775

২৭. রিচার্ড ব্রানসনস নিকার আইল্যান্ড রিসোর্ট- ব্রিটিশ ভারজিন দ্বীপ।


 

980x346

২৮. বিরাস ক্রিক হোটেল- ব্রিটিশ ভারজিন দ্বীপ।


980x24

২৯. লেক্রানস হোটেল- ক্রানস মন্টানা, সুইজারল্যান্ড।


980x245

৩০. জেড মাউন্টেইন রিসোর্ট- সেন্ট লুসিয়া।


980x246

৩১. পুরোবিচ পোর্তো মন্টিনিগ্রো- মন্টিনিগ্রো বে।


980x75

৩২. সারোজিন রিসোর্ট- খাও লেক, ফাং নিগা, থাইল্যান্ড।


980x99

৩৩. ব্লু লাগুন জিয়োথারমাল রিসোর্ট- গ্রিনডাভিক আ্ইসল্যান্ড




মন্তব্য চালু নেই