‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রীকে বেরোবি উপাচার্যের অভিনন্দন

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সুদূরপ্রসারী উদ্যোগের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরুস্কারে ভূষিত হওয়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘একজন সত্যিকারের চ্যাম্পিয়নকে ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরুস্কারে ভূষিত করায় আমরা গর্বিত, উল্লসিত এবং আনন্দিত। এ অর্জন বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও ভাবমূর্তি উজ্বলের স্বীকৃতি।’

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারি উদ্যোগের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের ‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছর ‘পলিসি লিডারশিপ’ ক্যাটাগরিতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক এই সর্বোচ্চ পুরস্কারের জন্য শেখ হাসিনার নাম ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্কে আগামী ২৭ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে ।



মন্তব্য চালু নেই