ছাতা ও রোদচশমা ব্যবহার করায় চীনে সাংবাদিক বরখাস্ত

এক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার সময় রোদ থেকে বাঁচতে ছাতা ও রোদচশমা ব্যবহার করায় চীনে এক সাংবাদিককে সাময়িকভাবে বরখাস্ত করেছে জিয়ামেন টিভি। দেশটির জিয়ামেন নগরীতে টাইফুন মেরানটির প্রতিবেদন করছিলেন তিনি।

ওই সময়কার দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং সাংবাদিকের বেশভূষা পরস্পর বিপরীত মনে হওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিবিসি। সাক্ষাৎকার নেওয়ার ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ওই সাংবাদিকের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এতে করে ওই সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করে জিয়ামেন টিভি।

তবে ওই সাংবাদিকের ছবি যিনি প্রথমবার অনলাইনে প্রকাশ করেন তিনি অনুতপ্ত বলে জানিয়েছেন। কারণ, তার মতে, ওই সাংবাদিক তার ত্রুটির তুলনায় অনেক বেশি শাস্তি পেয়েছেন। আবার অনেকে এমনও বলছেন, সাংবাদিকতা অত্যন্ত কষ্টকর কাজ, এতে কাজটিই মুখ্য, সাংবাদিকের পোশাক আশাক নয়।

জিয়ামেন টিভির এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের এক সাংবাদিক নিয়ম কানুন মানেননি ও সাক্ষাৎকার নেওয়ার সময় অসদাচরণ করেছেন। এতে সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ও জনমনে নেতিবাচক প্রভাব পড়েছে।’

মেরানটি ছিল চীনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন। এতে অন্তত একজন নিহত ও একজন আহত হয়েছেন। সূত্র: বিবিসি



মন্তব্য চালু নেই