ছাত্রলীগকর্মীর বাসা থেকে গুলিভর্তি পিস্তল উদ্ধার

সিলেট মহানগর ছাত্রলীগকর্মী শিপলু আহমেদের বাসায় তল্লাশী চালিয়ে ২০টি রামদা, গুলিভর্তি একটি পিস্তল, একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে নগরীর পাঠানটুলা এলাকায় এ অভিযান পরিচালনা করে জালালাবাদ থানা পুলিশ।

অভিযানের সময় ওই বাসায় শিপলুকে পাওয়া যায়নি। তবে শিপলুর চাচা খোকনকে আটক করা হয়।

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগ কর্মী সুমন মারা যায়। নিহত সুমন চন্দ্র সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায়, শাবি ছাত্রলীগের সহ-সভাপতি ও অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র অঞ্জন রায় এবং সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্র ও ছাত্রলীগকর্মী খলিলুর রহমান গুলিবিদ্ধ হয়।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

এদিকে পুলিশ বৃহস্পতিবার রাত থেকেই ছাত্রলীগের নেতাকর্মীদের বাসায় তল্লাশী চালাচ্ছে।



মন্তব্য চালু নেই