ছাত্রলীগের সংঘর্ষের পর ইবি বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ছাত্রলীগের দু’গ্রুপে ফের সংঘর্ষের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। শনিবার বিকেল ৫টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইকবাল হোছাইন জানান, ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতির কারণে হল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ সংবলিত নোটিশ স্ব স্ব হলে টানিয়ে দেওয়া হয়েছে। শীতকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয় ফের চালু হবে।

বৃহস্পতিবারের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শনিবার ছাত্রলীগের দু’গ্রুপে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত পাঁচ কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকেই ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। কিন্তু বেলা সাড়ে ১২টার দিকে সহ-সভাপতি ও টেন্ডারপ্রত্যাশী গ্রুপটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে ডায়না চত্বরের কাছাকাছি পৌঁছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ সময় ছাত্রলীগের টেন্টে অবস্থানরত নেতাকর্মীরাও বিক্ষোভ শুরু করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপের মধ্যে কয়েক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত পাঁচ কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই