ছাত্রলীগের সম্মেলনে যেতে ছাত্রদল প্রস্তুত, তবে…

ছাত্রলীগের জাতীয় সম্মেলনে যেতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে জানিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাত্রলীগের সম্মেলনে যেতে প্রস্তুত রয়েছে। কিন্তু এর আগে ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে ‍মুক্তি দিতে হবে।’

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ছাত্রলীগের সম্মেলনে যাওয়ার পথ সুগম হবে যদি রাজিব আহসানকে মুক্তি দেয়া হয়। সরকারকে আমি বলতে চাই যে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যখন হুকুমের আসামি করা হয়, তখনই বুঝা যায় সরকার চাইলে সব হয়। তাই ছাত্রলীগের দাওয়াত উপলক্ষে রাজিককে মুক্তি দিন।’

শুক্রবার সকালে রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।

ছাত্রলীগ তাদের জাতীয় সম্মেলন উপলক্ষে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দু’দিনব্যাপী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে উল্লেখ করে রিপন বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আমরা এই আমন্ত্রণকে স্বাগত জানাই। তবে আমন্ত্রণ আরো উঁচু পর্যায় (ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক) থেকে হতে পারতো। এরপরও আমরা ধন্যবাদ জানাই। কারণ আমন্ত্রণটা ছোট আকারে হলেও প্রক্রিয়াটা অনেক বড়।’

একই সঙ্গে তিনি বলেন, ‘ছাত্রলীগের সম্মেলনে ছাত্রদলকে আমন্ত্রণ জানানোর কারণে আমরা আগামী দিনের রাজনীতিতে শুভ সূচনা ও ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করছি। আশা করি এই ঘটনার মধ্যে দিয়ে শিক্ষাঙ্গনে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা দূর হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবিন খোকন, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।



মন্তব্য চালু নেই