ছাত্রলীগ কর্মীর হাতে ঢাবি ছাত্রী লাঞ্ছিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিয়া হল শাখার কয়েকজন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড সংলগ্ন উদয়ন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই ছাত্রীর সঙ্গে থাকা কয়েকজন বন্ধু এ ঘটনার প্রতিবাদ করতে এলে তাদেরও লাঞ্ছিত করা হয়।

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তারেক আল হাসান জানান, তিনিসহ (তারেক) তার কয়েকজন বন্ধু ও এক বান্ধবী সেখানে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় তাদের পাশে এক ছেলেকে জিয়া হলের ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী মিলে মারধর করেন। এর প্রতিবাদ করতে গেলে তারাও মারধরের শিকার হন।

ঘটনার সঙ্গে জড়িত মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের মেহেদী হাসান শাওন নামের একজন ছাত্রলীগ কর্মীকে চিহ্নিত করেছে ভুক্তভোগীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলীকে ঘটনার বিষয় অবহিত করলে প্রক্টর তাদের লিখিত অভিযোগ দিতে বলেন।



মন্তব্য চালু নেই