ছাত্রলীগ নেতার গায়ে রাস্তার পানির ছিটা লাগায় মাসূল দিতে হলো ১১ বাসকে

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে রাস্তার ময়লা পানি কলেজ ছাত্রলীগ নেতার গায়ে ছিটা যাওয়ার জেরে চরফ্যাসন বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে ১১টি বাস ভাংচুর করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার(২৫জুলাই( দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার চরফ্যাশনে এ ঘটনা ঘটে। ওই ছাত্রলীগ নেতার নাম শিপন।

তিনি চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি। স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১২টার দিকে বাস মালিক সমিতির প্রিন্স আব গজারিয়া-২ যাত্রীবাহী বাস দ্রুত গতিতে যাচ্ছিল। রাস্তার বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে পানি জমে ছিল। ছাত্রলীগ সভাপতি শিপন রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিলেন।

এ সময় বাসের চাকার চাপে রাস্তার ময়লাযুক্ত পানি ছিটা গিয়ে শিপনের জামা-কাপড় নষ্ট হয়। এতে উত্তেজিত হয়ে ছাত্রলীগ সভাপতি ওই বাসটি থামিয়ে চালক সবুজকে মারধর করেন। এক পর্যায়ে বাসের স্টাফরা উত্তেজিত হয়ে ছাত্রলীগ সভাপতিকে বাস ডিপোতে নিয়ে আটকে রাখেন।

মুহূর্তের মধ্যে সেই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চরফ্যাশন সরকারি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা এসে বাসস্ট্যান্ডে হামলা চলিয়ে ১১টিবাস ভাংচুর করেন।

চরফ্যাশন বাস মালিক সমিতির সভাপতি মনিরুদ্দিন চাষী জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে তাদের ১১টি বাস ভাংচুর করেছে। বাসের স্টাফদের মধ্যে সবুজ, রাহাত, তানজিল, শিপনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

তবে চরফ্যাশন পৌর মেয়র বিষয়টির সুষ্ঠু মীমাংসার জন্য সন্ধ্যায় উভয়পক্ষকে তার কার্যালয়ে ডেকেছেন। সুষ্ঠু সমাধান না হলে তারা আইনের আশ্রয় নেয়ার চিন্তা করবেন বলে জানান তিনি। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ১১টি বাস ভাংচুর করা হয়েছে। তবে বিকাল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।



মন্তব্য চালু নেই