ছিপে ধরা পড়ল ২০০ কেজি ওজনের মাছ !

একেবারে ২০০ কেজি ওজনের একটি মাছ ছিপে ধরা পড়ল। মাছটির নাম ‘অ্যারাপাইমা’। এটি কেবল মাত্র আমাজনেই পাওয়া যায়।

বলা হয়, পৃথিবীর দৈত্য আকৃতির মাছগুলোর মধ্যে ‘অ্যারাপাইমা’ অন্যতম। তাই অন্যসব মাছের মতো এই দৈত্যকে ধরা অত সহজ নয়।

রূপোলীর ওপর শেওলা রঙের আঁশ। কিছুটা ভেটকি মাছের মত, মুখটা চ্যাপটা। সেই মাছই ধরা পড়ল ছিপে।

অনেক দিন ধরেই অ্যারাপাইমার খোঁজ করা হচ্ছিল। একার পক্ষে ওই মাছটিকে তুলতে পারাও সম্ভব হচ্ছিল না। সাহায্য নিতে হল আরেক ব্যক্তির।

aas

এমনকি ছিপ দিয়ে মাছটি টেনে আনার সময়, মাছটিকে টেনে তুলতেই পারছিলেন না তিনি। মাছকে কাবু করতে পাড়ের দিকে টেনে নিয়ে যেতে হল নৌকা। তারপর আস্তে আস্তে ছিপের হুইল ঘুরিয়ে ঘুরিয়ে মাছটিকে পাড়ে নিয়ে আসেন।

কোলে তুলে নেয়ার পর আবার অ্যারাপাইমাটিকে আমাজনেই ছেড়ে দেন শিকারী।



মন্তব্য চালু নেই